আমুদরিয়া নিউজ ডেস্ক : ৯৭তম অস্কারে গেল কিরণ রাও পরিচালিত সিনেমা লা পাতা লেডিস। এটি চিত্রতারকা আমির খান প্রযোজিত সিনেমা। চেন্নাইতে একটি ইভেন্টে, ভারতের ফিল্ম ফেডারেশনের সদস্যরা, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী চলচ্চিত্র বিভাগের জন্য অফিসিয়াল এন্ট্রি নির্বাচন করেন। সেখানে লা পতা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে ঘোষণা করা হয়।
এতে অভিনয় করেছেন প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব এবং নীতাংশী গোয়েল।