আমুদরিয়া নিউজ : শিকার ভেবে পূর্ণবয়স্ক এক মহিলা শ্রমিকের উপরে ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘটি। তাঁকে টেনেহিঁচড়ে ১০০ ফুট নিয়ে গেলেও মহিলার বাধায় শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে পালিয়ে যায় চিতাবাঘটি। কিন্তু, চিতাবাঘের কামড় ও থাবায় লাগাতার রক্তপাতের ফলে মহিলার মৃত্যু হয়।
মহারাষ্ট্রের পুণের জুন্নার বনাঞ্চল লাগোয়া একটি সয়াবিন খেতের ঘটনা। আখের বন দিয়ে ঘেরা সয়াবিন খেতে সকালে ৬টা নাগাদ কাজ করছিলেন সুজাতা ধেরে (৪০) নামের মহিলা শ্রমিক। বন দফতর জানিযেছে, এলাকায় ৫০টি খাঁচা পাতা হয়েছে। এই নিয়ে চলতি বছরে ৯ জনে চিতাবাঘের হানায় প্রাণ হারালেন।