আমুদরিয়া নিউজ : ভারতবিরোধী প্রচার, হিংসা ছড়ানো, উসকানি দেওয়া ও বিদ্বেষমূলক প্রচারের অভিযোগে এআইএ জাকির নাযেককে খুঁজছে। তিনি দেশ ছেড়ে মালযেশিয়ায় পালিয়েছেন অনেক আগেই। সেই জাকির নায়েক সম্প্রতি পাকিস্তান সফরে গেলে তাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়। একটি অনুষ্ঠানে তাকে লস্কর ই তৈবা জঙ্গিদের নেতাদের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
লস্কর ই তৈবার তিন শীর্ষ কমান্ডার মোজাম্মেল ইকবাল হাসমি, মহম্মদ হ্যারিস ধার এবং ফয়সল নাদিমের সঙ্গে দেখা করেছেন জাকির। ওই তিনজনকে ২০০৮ সালে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করে আমেরিকা। কিছুদিন আগে লাহোরের একটি মসজিদে যান জাকির। সেখানে হাজির ছিলেন দেড় লক্ষেরও বেশি মানুষ। ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল বিতর্কিত ধর্মগুরুর। এই অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রচার চালায় লস্কর-ই-তইবা। অনলাইনে জাকিরের হয়ে প্রচার করতে দেখা যায় লস্করের তিন শীর্ষ নেতাকে। তার পরেই লস্কর নেতাদের জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বিতর্কিত ধর্মপ্রচারককে। পাকিস্তান জঙ্গিদের ভারত বিরোধী কাজে মদত দেয় এই অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে। এবার সোশাল মিডিয়ার ভাইরাল ভিডিও যেন প্রমাণ তুলে ধরল।