আমুদরিয়া নিউজ : চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি অন্ত্রের রোগে ভূগছিলেন। সম্প্রতি অন্ত্রে অপারেশন হয়। তার পরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতুলবাবু ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের পরে হুগলিতে বসবাস শুরু করেন তাঁর বাবা-মা। মাত্র ১২ বছর বয়সে প্রতুলবাবু কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় সুর দিয়ে গেয়ে তাক লাগিয়ে দেন। তিনি খোলা গলায় আমি বাংলায় গান গাই গেয়ে গোটা বাংলায় জনপ্রিয় হয়ো উঠেছিলেন। একের পর এক অসাধারণ গান উপহার দিয়েছেন তিনি বাঙালিকে।
