আমুদরিয়া নিউজ ডেস্ক : সমকামীদের বিয়েকে সরকারি স্বীকৃতি দিতে আইন পাস হযেছিল থাইল্যান্ডে। এবার থাইল্যান্ডের রাজার সম্মতি মিলল তাতে। ফলে, বিলটি আইনে পরিণত হতে বাধা রইল না। সব ঠিক থাকলে আহামী ২২ জানুয়ারি থেকে থাইল্যান্ডে সমকামীদের বিয়ে বৈধ বলে বিবেচিত হবে। ইকুয়ালিটি ইম ম্যারেজে বিলটি জুন মাসে সে দেশের সিনেট অনুমোদন করেছিল। কিন্তু আইনে পরিণত হতে রাজার অনুমোদনের প্রয়োজন ছিল। তা মিলেছে এল জি বি টি কিউয়ের সদস্যরা এই পদক্ষেপকে ঐথিহাসিক বলেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটিই প্রথম দেশ যেখানে সমকামীদের বিয়ের আইন স্বীকৃতি দেওয়া হচ্ছে।
অবশ্য থাইল্যান্ডকে বরাবরই LGBTQ+ সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসাবে দেখা হয়। সেখানে নতুন আইনে “স্বামী”, “স্ত্রী”, “পুরুষ” এবং “নারী” এর জায়গায় লিঙ্গ-নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হয়েছে। সমকামী দম্পতিদের দত্তক গ্রহণ এবং উত্তরাধিকার অধিকার প্রদান করা হয়েছে।
এল জি বি টি কি প্লাসের একাধিক সংগঠন জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি ১০০০ জন সমকামীর বিয়ের মাধ্যমে আইনটিকে স্বাগত জানানোর পরিকল্পনা করছেন তাঁরা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন শিনাওয়াত্রা X অ্যাকাউন্টে পোস্ট করেছেন: “সবাইকে ভালোবাসার জন্য অভিনন্দন।