আমুদরিয়া নিউজ : পরিচালক রামকমলের পরের সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল। ছবিতে টলিউডের একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তৃণমূলের দুই নেতানেত্রীকেও। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম সহ একাধিক চেনা মুখের সারি। মধ্যবিত্ত জীবনের গল্প।
লক্ষ্মীকান্তপুর লোকাল নাম থেকেই স্পষ্ট সিনেমায় সাধারণ খেটে খাওয়া পরিবারের কাহিনী উঠে আসবে। ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন মধ্যবিত্ত পরিবারের বধূর ভূমিকায়। তাঁর বিপরীতে কৌশিক গাঙ্গুলি। প্রথম চমক হল, পরিচারিকার ভূমিকায় পাওলি দাম। ছবিতে আছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। রয়েছেন পার্শ্ব চরিত্রে মদন মিত্র।