আমুদরিয়া নিউজঃ তক্ষক, সরিসৃপ প্রজাতির এই প্রাণীটি আমরা কমবেশি সবাই চিনি। উত্তর বঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই সরিসৃপ প্রাণীটি দেখা যায়।
কোনো কিছুতে সেঁটে বা আটকে থাকার ক্ষমতা আছে তক্ষকের। পায়ের তালুর অতিক্ষুদ্র লোমই মূলত ওদের এই ক্ষমতার নেপথ্য রহস্য। মজার ব্যাপার হল তক্ষক ইচছা করলেই এই সেঁটে থাকার ক্ষমতা চালু কিংবা বন্ধ রাখতে পারে।