আমুদরিয়া নিউজঃ শহরাঞ্চলের বেশিরভাগ বাড়ির পাশাপাশি গ্রামের অনেক বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রয়েছে। দৈনন্দিন কাজের চাপেই হোক বা সময়ের অভাবে দেখা যায়, দীর্ঘদিন জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়ে ওঠে না। ফলে জল ক্রমে অপরিষ্কার হতে থাকে। ট্যাঙ্কের ভিতরে শ্যাওলা জন্মাতে শুরু করে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে, জলের ট্যাঙ্কে রাখতে পারেন জাম গাছের এক টুকরো ডাল। তাহলে জল পচবে না। শ্যাওলাও জন্মাবে না। জল দীর্ঘদিন পরিষ্কার থাকবে।প্রাচীন কালে যেখানে কুয়ো খনন করা হতো, সেই জলে রাখা হতো জাম গাছের ডালের টুকরো। ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ জামের অনেক গুণ রয়েছে। এর পাতা,গাছের ডালেও রয়েছে অনেক গুণ। অনেকের দাবি, জাম গাছের ডাল জলের ট্যাঙ্কে রাখলে টিডিএস- এর মাত্রা ঠিক থাকে। জলের ট্যাঙ্কে শ্যাওলাও জন্মায় না।