আমুদরিয়া নিউজ : বৈরুতে হাসপাতালের নিচে বাংকার, তাতে লুকোনো রয়েছে লক্ষাধিক ডলারে নগদ টাকা ও সোনাদানা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে এমনই দাবি ইসরায়েলের। ইতিমধ্যে হাসপাতাল চত্বর বাদে ওই বিপুল সম্পত্তি লুটের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনা। তবে ইসরায়েলের দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন লেবাননের আইনপ্রণেতা এবং আল সাহেল নামের ওই হাসপাতালের পরিচালক ফাতি আলামেহ। লেবানন সেনাকে হাসপাতাল পরিদর্শনের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।