আমুদরিয়া নিউজ: এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দল থেকে সাসপেন্ড হলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সূত্রের খবর, রবিবার তন্ময়বাবুর সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ঐ তরুণী সাংবাদিকের। সেই হিসেবেই তন্ময় বাবুর বাড়ি যান।
“কোথায় বসবো?” বলে হঠাৎ সাংবাদিকের কোলে বসে পড়েন বলে অভিযোগ। পরবর্তীতে এ নিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিগৃহীতা সাংবাদিক। এদিকে ইয়ার্কি-ফাজলামি করলেও আজ অবধি কেউ এ ধরণের মন্তব্য করবেন ভাবেননি প্রাক্তন বাম বিধায়ক। রবিবাবের এই ঘটনায় তাঁকে দল থেকে সাসপেন্ড করে সিপিএম।