আমুদরিয়া নিউজ : ছাগলের টোপ দিয়ে ডুয়ার্স -এর নাগরাকাটার লোকালয় লাগোয়া এলাকা থেকে একটি চিতাবাঘকে বন্দি করেছে বন দফতর। সোমবারের ঘটনা। কিছুদিন আগে ওই এলাকায় একটি ১১ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। পরে তার রক্তাক্ত দেহ মেলে। তার পরে এলাকায় ক্ষোভ দানা বাঁধে। বন দফতর দুটি খাঁচা পাতে। চিতাবাঘটিকে বন দফতর খয়েরবাড়ি লেপার্ড রেসকিউ সেন্টারে পাঠিয়েছে।