আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে শনিবার রাতে খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চা বাগানে হানাদারি চালাচ্ছিলো চিতাবাঘটি। আতঙ্কিত হয়ে পড়েছিলেন চা বাগান ও লাগোয়া এলাকার বাসিন্দারা। বন দপ্তরের রাজাভাতখাওয়া রেঞ্জে খবর দেন চা বাগান এর ম্যানেজার। খবর পেয়ে বন কর্মীরা চা বাগানে গিয়ে চিতাবাঘটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে শনিবার রাতে ছাগলের টোপ দিয়ে চা বাগানের ছাব্বিশ নম্বর সেকশনে খাঁচা পাতেন।
রবিবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার সামনে গিয়ে দেখেন চিতাবাঘটি খাঁচায় বন্দী হয়ে আছে। ফের তারা খবর দেন বন কর্মীদের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতা বাঘটিকে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম