আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের চুয়াপাড়া চা বাগানের আঠাশ নম্বর সেকশনে সোমবার রাতে খাঁচা বন্দি হলো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগানে হানাদারি চালাচ্ছিলো। চিতাবাঘের হানাদারিতে আতঙ্কিত হয়ে পড়েন চা বাগান ও লাগোয়া এলাকার মানুষ জন। খবর দেওয়া হয় বন দপ্তরের রাজাভাতখাওয়া রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা চা বাগানে যান ও চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার রাতে খাঁচা পাতেন। খাঁচায় দেওয়া হয় ছাগলের টোপ। ছাগলের লোভে রাতেই খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। মঙ্গলবার সকালে চা শ্রমিকরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা এসে খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘ। এটির স্বাস্থ্য পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন চা বাগান সহ লাগোয়া এলাকার বাসিন্দারা।