আমুদরিয়া নিউজ : ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সাইলি চা বাগানের সাত নম্বর ডিভিশনে রবিবার রাতে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি চিতাবাঘ। চিতাবাঘটি কয়েকদিন ধরেই চা বাগানে ঘোরাফেরা করছিলো বলে জানান চা বাগানের বাসিন্দারা। চিতাবাঘের আতঙ্কে ব্যহত হচ্ছিল চা বাগানের স্বাভাবিক কাজকর্ম। রবিবার চা বাগানের সাত নম্বর ডিভিশনে খাঁচা পাতে বন দফতর। স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।