আমুদরিয়া নিউজ : ডুয়ার্সের চা বাগানে লুকিয়ে থাকা চিতাবাঘ শ্রমিকদের তাড়া খেয়ে উঠে পড়ল ছায়া-গাছে। সোমবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানাবড়ি চা বাগানের ঘটনা। চেল নদী লাগোয়া বাগানের শেড ট্রিতে চড়ে বসা চিতাবাঘটিকে দেখতে উপচে পড়ে ভিড়।