আমুদরিয়া নিউজ : বাড়ির ঠাকুর ঘরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। ফলত সকলের মাথায় একটা কথাই আসে, ঠাকুর ঘরে কে? ঘটনাটি মঙ্গলবার রাতে কোচবিহারের সুখধনেরকুঠি গ্রামের এর এক ব্যক্তির বাড়ির। ঘটনার খবর পেয়ে পুলিশকর্মী সহ বনকর্মীরা সেখানে এসে চিতাটিকে উদ্ধার করে। স্থানীয়দের অনুমান, আলিপুরদুয়ারের মথুরা চা বাগান অথবা চিলাপাতার জঙ্গল থেকেই চিতাটি এসেছিল।
