আমুদরিয়া নিউজ : সম্প্রতি ডিজাইনার প্যাকেজিংয়ের নিম্বুপানি বেশ জনপ্রিয় হয়েছে। এমনই দুই বোতল নিম্বুপানির স্বাদ নিচ্ছিলেন দুই তরুণ। খেতে খেতে তাঁদের মাথায় এক অদ্ভূত ফন্দি আসে। বোতলের গায়ে লেখা ছিল কাস্টমার হেল্পলাইন নাম্বার। তাতেই কল করে বসেন একজন। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণ হেল্পলাইনে ফোন করে জিজ্ঞাসা করলেন, আপনি কী নিম্বুপানির মালিক ? অপর প্রান্ত থেকে শোনা গেল, না। আপনি কে বলছেন ? তরুণের জবাব, আমি কাস্টমার বলছি। আপনাদের নিম্বুপানিতে নুন কম। এরপর থেকে নুনের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েন। অপর প্রান্তের ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ করেই ইয়ার্কিটা হজম করলেন। এরপর থ্যাংক ইউ বলে তরুণ ফোন রেখে দেন। ভিডিও দেখে নটিজেনদের কমেন্ট, যাক ! ক্রেতার প্রতিক্রিয়া অতর্কিতে হলেও জানা গেল।
