আমুদরিয়া নিউজ : ধর্ম, জাতি, লিঙ্গ যার যার, কিন্তু উৎসব সকলের। আরও একবার এই কথাটি প্রমাণিত হল ২০২৫ এর হোলি উৎসবে। দেশের ৮ থেকে ৮০ সকলেই রঙের এই খেলায় মেতে উঠেছে। ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে হোলি সকলের উৎসব। দেশের নানা প্রান্তে হোলির নানা ছবি উঠে এসেছে। এই দিনটিতে সকলেই নিজের ছোটবেলাকে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করে। হাসি, মজা, মিষ্টিমুখে ও হোলির নানান রঙে রঙিন হয়ে ওঠে সমাজ। হোলি খেলাতে থাকে না কোনও ধনী-গরিবের ভেদাভেদ, থাকে না কোনও লিঙ্গের ভেদাভেদ। হোলির দিন এমনই এক সুন্দর দৃশ্য উঠে এসেছে কলকাতার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের হোলি খেলার। সেখানে একে অপরের দিকে আবির উড়িয়ে, মিষ্টিমুখ করে মন খুলে হোলির আনন্দে মেতে উঠেছেন।