আমুদরিয়া নিউজ : কার্লা সোফিয়া গ্যাসকোন অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়ায় গোটা দুনিয়ার এলজিবিটিকিউ প্লাস কমিউনিটির মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। কারণ, কার্লা নিজেকে এরকজন রূপান্তরকারী হিসেবে অনেকদিন আগেই ঘোষণা করেছেন। ইতিমধ্যে কার্লা কেন ফিল্ম ফেস্টিভালেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। যে পুরস্কার পাওয়ার পরে ফ্রান্সের এক রাজনৈতিক নেতা মন্তব্য করেছিলেন, একজন পুরুষকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হল!
কার্লা সোফিয়া দমবার পাত্রী নন। তিনি ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছেন। সেই মামলা চলছে।
এবার কার্লা সেরা অভিনেত্রী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছেন এমিলিয়া পেরেজ শিরোনামের একটি নেটফ্লিক্স মুভির জন্য। যেখানে তিনি মেক্সিকান ড্রাগ কিংপিনের ভূমিকায় অভিনয় করেছেন। মুভিটিও কামাল করেছে. এবার সেরা অভিনেত্রী শুধু নয়, সেরা সহ অভিনেত্রী সহ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে সেটি।
পুরস্কার পাওয়ার পরে কার্লা সোফিয়া বলেছেন, আলো সব সময়ই অন্ধকারকে হারিয়ে দেয়। কেউ আমাকে ভয় দেখাতে পারে, জেলে রাখতে পারে, কিন্তু আমার আত্মা, আমা অস্তিত্ব এবং আমার পরিচয় কেড়ে নিতে পারবে না।
কার্লার জন্ম স্পেনে। ১৯৭২ সালের ৩১ মার্চ। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। ১৬ বছর বয়সে এটিকে পেশা হিসেবে নেন। এই বিষয়ে ডিগ্রিও পেয়েছেন। স্পেনের সোপ অপেরায় কাজ দিয়ে পেশাগত জীবন শুরু করেন। অনেক সিনেমায় কাজ পান। ২০০৯ সালে মেক্সিকো চলে যান। ২০১৬ সালে নিজেকে রূপান্তরকামী হিসেবে প্রকাশ্যে ঘোষণা করেন। তাঁর লেখা আত্মজীবনী ভীষণ জনপ্রিয় হয়েছে। তিনি মারিসা গুটিয়েরেজ নামে একজনকে বিয়ে করেছেন। তাঁদের এক মেয়ে রয়েছে।
স্বভাবতই এমন খোলামেলা, প্রতিবাদী রূপান্তরকামী অভিনেত্রীর অস্কার মনোনয়ন গোটা বিশ্বের ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যেও দারুণ সাড়া ফেলেছে।