আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিবরণ অনুযায়ী যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তিরা। শুধু তাই নয়। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মনোনীত ব্যক্তি হতে পারেন ওই সম্প্রদায়ের যে কেউ। এতে কোনও বিধিনিষেধ নেই। ২০২৩ সালের ১৭ই অক্টোবর সুপ্রিম কোর্টের এই শুনানি দেয়।
ব্যাঙ্কের পরিষেবাগুলিতে অ্যাক্সেসের ক্ষেত্রে এই কমিউনিটির ওপর কোনরকম সহিংসতা, হয়রানি বা জবরদস্তি, হুমকির মত বৈষম্য রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়।