আমুদরিয়া নিউজ : উগান্ডার এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর ব্যাপক হারে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে,, ডিজিটাল স্পেসে ধরা দিচ্ছে সে সমস্ত অপরাধের বিধ্বংসী প্রভাব। এলজিবিটিকিউ কর্মী এবং সংস্থাগুলি যখন খুব প্রতিকূল পরিবেশে এই সম্প্রদায়ের অধিকার নিয়ে লড়াই জারি রেখেছে সেখানে তাদের ঘিরেই ডক্সিং, আউটিং, হিংসা, হুমকির মত ঘটনা তাদের যেন আরও প্রান্তিক করে তুলছে। ফলস্বরূপ নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহার ছাড়াও কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে কোথাও কোথাও। সেইসাথে মানসিক চাপ, উদ্বেগ এবং অবসাদে আক্রান্ত হচ্ছেন এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত মানুষেরা।