আমুদরিয়া নিউজ: ৩১ বছর বয়সী পপ আর্টিস্ট লিয়াম পেইনের অকালমৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই ফের চর্চায় উঠে এলো ওয়ান ডিরেশকনের গান। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চার তলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারান ওয়ান ডিরেকশনের প্রাক্তন এই সদস্য।
লিয়ামের এই মৃত্যু নিয়ে নানারকম চর্চার মাঝেই আমেরিকান প্লে লিস্টে বর্তমানে টপ চার্টে ঘোরাফেরা করছে বিখ্যাত এই ব্যান্ডের গানগুলো।