আমুদরিয়া নিউজ : নিজের নাবালক ছেলেকে দিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করানো এবং তাকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টার দায়ে একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সঙ্গে ৬১ হাজার টাকা জরিমানা। জয়পুর মেট্রোপলিটন সিটির পকসো আদালত ওই রায় দিয়েছে। ১০ বছর আগে মামলা দায়ের হয়। বিচারের রায় দিতে গিয়ে বিচারক মহিলাকে দোষী সাব্যস্ত করে বলেছেন, আপনি মা নন, আপনি হলেন সমাজের ক্যাকটাস।