আমুদরিয়া নিউজ : বরফপ্রেমী পর্যটকদের জন্য সুখবর। শনিবার রাতে সিকিমের ছাঙ্গু লেক এলাকা, নাথুলায় হালকা তুষারপাত হয়েছে। প্রশাসন জানিয়েছে, বরফ পড়লেও শনিবার অবধি যাতায়াতের রাস্তা বন্ধ হয়নি। দেওযালির সময়ে পর্যটকদের ভাল বুকিং রয়েছে সিকিমে। তুষারপাতের খবরে কয়েকগুণ বাড়তে পারে পর্যটক।
