আমুদরিয়া নিউজ : সীমান্ত রক্ষার সঙ্গে সশস্ত্র সীমা বল (এসএসবি)ওই অঞ্চলের গ্রামগুলির সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যকে দেশের মূল স্রোতের সাথে যুক্ত করতে নানা কর্মকাণ্ডের আয়োজন করে চলেছে বলে তাদের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির উপকণ্ঠে রাণীডাঙায় ৬১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সশস্ত্র সীমা বল নেপাল এবং ভুটানের মতো বন্ধু দেশগুলির সাথে আমাদের সীমানা সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ এসএসবির উপস্থিতি শিলিগুড়ি করিডরে নিরাপত্তা আরও জোরদার করেছে।
এর পরেই এসএসবি যে সীমান্তবর্তী গ্রামগুলিতে নানা কর্মকাণ্ডে সারা বছর নিজেদের যুক্ত রাখে সেই প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, সীমান্তের গ্রামের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে দেশের মূল স্রোতের সঙ্গে সংযুক্ত করে একটি প্রশংসনীয় কাজ করছে এসএসবি।
এদিনের অনুষ্ঠানে ছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বিজেপির জাতীয় মুখপাত্রও। তিনি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যোগদানের সম্মান পেয়েছিলাম। আমাদের দেশের চিকেন নেক বলে পরিচিত এলাকায় তো বটেই, দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সে এসএসবির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসএসবি মুক্ত ভারত-ভুটান এবং ভারত-নেপাল সীমান্ত পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।