আমুদরিয়া নিউজ : ভারতে আসছেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল। আগামী বছর ২০২৫ এ কেরালায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। এই ম্যাচে নেতৃত্ব দিবে মেসি। কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন।
২০১১ সালে ২ সেপ্টেম্বর কোলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ভারতের মাটিতে খেলতে নামেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দীর্ঘ ১৪ বছর পর ভারতে আসছে মেসি ও তার দল। এবার তাদের গন্তব্য কেরালা। অনেকদিন ধরে আর্জেন্টিনা দলকে ভারতে আনার জন্য চেষ্টা চালাচ্ছে কেরালা সরকার। এখানে মেসির দলের বহু সমর্থক রয়েছে।
সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে এই বিষয়ে সবুজ সংকেত মেলে বলে জানা গিয়েছে। আগামী বছর সেপ্টেম্বর- অক্টোবর মাসে এই প্রদর্শনী ম্যাচ হতে পারে।
আর এই ফুটবল ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনায় ভাসছে কেরালার ফুটবল প্রেমীরা।