আমুদরিয়া নিউজ : বাড়িতে আসা অপরিচিত ব্যক্তিকে দেখে ভীষণ ঘেউ ঘেউ শুরু করেছিল বাড়ির পোষ্য কুকুরটি। কিছুতেই আর থামে না। মালিক যতই হাত পা চেপে ধরে আটকানোর চেষ্টা করেন ততই সে ভড়কে যায়। কুকুরটি মাপে যথেষ্টই ছোট। তবে তার আচরণে অতিথিও বেশ অবাক। আর না পেরে এবার মালিক কুকুরটিকে একা ছেড়ে দেন। চলে যান অন্য ঘরে। নিজের চাইতে লম্বা চওড়া অতিথিকে দেখে এবার পোষ্যটি চুপটি করে বসে। মুখ ঘুরিয়ে নেয়। কিছু পরে মালিক আবার সামনে আসেন। এবার মালিকের দেখা পেয়ে আবার ডাকা শুরু করে দেয় কুকুরটি। তবে ওকে একা ছেড়ে দিলে কি হয় দেখে মালিক ও অতিথি দুজনেই না হেসে পারেন না। ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এ তো দারুণ বীরপুরুষ। সামনে না থাকলে তো পারলে কেঁদেই দেয়।
