আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক ঢুকতে গিয়ে দেখেন গেটের সামনে বাইক তালাবন্ধ করে রাখা। ফলে, ঢোকা যাচ্ছিল না। পুলিশ সুপারকে জানানো হয়। পুলিশ গিয়ে জানতে পারে পাশেই কর্মরত এক এনভিএফ কর্মী গেটের সামনে বাইক রেখে চলে গিয়েছেন। পরে তা সরাতে ভুলে গিয়েছেন।
পুলিশ গেট খোলার ব্যবস্থা করে দেয়। ওই এনভিএফ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।