আমুদরিয়া নিউজ : কর্পোরেটের কাজের ধরণ তাঁর বিশেষ ভালো লাগেনি। তাই ক্যান্টিনের খাবার বিক্রি করাকেই পেশা হিসেবে বেঁচে নিয়েছেন তিনি। ওই তরুণী চিনের বাসিন্দা। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ জানাতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, একবার এক ঝুড়ি লঙ্কা কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল তাঁর। এমনকি লঙ্কার জ্বালায় হাত ফুলে গিয়েছিল ওই তরুণীর। তাতে তিনি সামান্য অসুস্থ হলেও রাতের নিশ্চিন্ত ঘুম তাঁকে দ্রুত সুস্থ করতে সাহায্য করেছিল। তাই মানসিক চাপ থেকে বাঁচতে কর্পোরেট বাদ দিয়ে তিনি তুলনায় কম পারিশ্রমিকের কাজকেই পেশা করেছেন।
