আমুদরিয়া নিউজ : এভরিথিং ইস ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ইউক্রেনে চলছে যুদ্ধ। তবে তুমুল সংগ্রামের মধ্যেও প্রেমের এক অনবদ্য নজির গড়লেন এক যুগল। প্রেমিক উদয়কুমার তামিলনাড়ুর ভিল্লুপুরমের বাসিন্দা। আর প্রেমিকা আনাস্তাসিয়া ইউক্রেনের তরুণী। সমাজমাধ্যমে পরিচয় দুজনের। সম্পর্ক ধরে রাখতে উদয়কুমার পাড়ি জমান ইউক্রেনে। সারাদিন না খেয়ে কাটিয়ে দেন তরুণ। অনেক খুঁজে পেতে অবশেষে এক দোকান থেকে ফোন করে পান প্রেমিকার হদিস।
