আমুদরিয়া নিউজঃ এক হালা কমলা লেবুর দাম ৪০ টাকা। দুই হালা নিলে দিতে হচ্ছে ৫০ টাকা। অবাক হচ্ছেন নিশ্চই। তবে এটাই সত্য। কোচবিহার রাসমেলায় সবজি বাজারের পাশে দুই একটি ফলের দোকানে এই স্পেশাল অফার দেওয়া হয়েছে। তবে অফার কতদিন পর্যন্ত থাকছে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। গত দুই দিন ধরে এই অফার পেয়ে শীতের মরশুমি ফল কিনতে দোকানে ভিড় করেছেন অনেক মানুষ। কোচবিহার রাসমেলায় প্রতি বছরই কমলা লেবু বিক্রি হয়ে থাকে।
এবছর ফলের দোকান গুলিতে প্রচুর কমলা লেবু আমদানি হতে দেখা যাচ্ছে। ভুটান ও দার্জিলিংয়ের কমলা পাওয়া যাচ্ছে মেলাতে। মাঝারি আকারের কমলা ৪০-৫০ টাকা এবং বড় আকারের ৬০-৭০ টাকা হালা মূল্যে বিক্রি হচ্ছে। তবে ৫০ টাকায় দুই হালা কমলা নিতে ব্যস্ত ক্রেতারা।