আমুদরিয়া নিউজ : শীতকাল মানে বেড়াতে যাওয়ার জন্য মন আনচান। শীতে অনেকেই পাহাড়ে যান। তবে বেশি শীতে সর্দি-কাশি লাগার সম্ভাবনা থাকে সে কারণেই নভেম্বর মাসটা থাকতে থাকতেই পাহাড় থেকে ঘুরে আসতে পারেন। ফলে শীতশীতে ভাবটাও থাকবে, আবার কনকনে ভাবে কষ্ট হবে না।
এই সময়ে ঘুরে আসতে পারেন মুসৌরি থেকে।
শীত হোক বা গরমকালে বেড়ানোর জন্য মুসৌরির কোনও তুলনা হয় না। এখানে ঘুরে দেখতে পারবেন নহাতা এস্টেট, গানহিল, কেম্পটি জলপ্রপাত মিস্ট হ্রদ, মুসৌরি হ্রদ, ভট্ট জলপ্রপাত, ঝরিপানি জলপ্রপাত, নাগ দেবতার মন্দির, জ্বালাদেবী মন্দির, বেনোগ অভয়ারণ্য। প্রধানত গরম এবং শীতকালেই এখানে পর্যটকরা বেশি ভিড় জমান। এই সময় এখানকার তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মানে কম ঠান্ডাতেও শীতের আনন্দ উপভোগ করতে পারবেন।