আমুদরিয়া নিউজ : বুধবার দুটি কাজের শুভ সূচনা করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া পুরসভার নতুন একটি ভবনের কাজের সূচনা করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার আরও কয়েকজন কাউন্সিলর। এদিনই কোচবিহার এম জে এন হাসপাতাল সংলগ্ন মাতৃমার পাশে মা ক্যান্টিনের নতুন ভবনের কাজের সূচনাও করেন রবীন্দ্রনাথবাবু। তিনি জানান, অসহায় ও দরিদ্র মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন হাসপাতাল এলাকায় মা ক্যান্টিন চালু করেছেন। অস্থায়ী ভাবে এই ক্যান্টিন চলছিল। এখন তার জন্য নতুন ঘর তৈরি করা হচ্ছে। এই ঘর তৈরি করতে আনুমানিক ৯ লক্ষ টাকা খরচ হবে।
