আমুদরিয়া নিউজঃ কোচবিহারের মদনমোহন ঠাকুরের রাস উৎসবে মূল আকর্ষণ রাসচক্র। তবে রাস চক্রের পাশাপাশি অন্যতম আকর্ষণ হল পুতনা রাক্ষসী। রাস উৎসবে যে সকল পুণ্যার্থীরা মদনমোহন মন্দিরে আসেন তারা রাসচক্র ঘোরানো ও দেখার পাশাপাশি বিশাল আকৃতির এই পুতনার মূর্তি অবশ্যই দর্শন করেন। ফি বছর ধরে এমনই হয়ে থাকে। তবে এবার বড় পাশাপাশি ছোট পুতনার দর্শন পাচ্ছেন পুণ্যার্থীরা। পুতনার এই মিনিয়েচার নজর কাড়ছে ছোট-বড় সকলের। মদনমোহন ঠাকুর বাড়িতে থাকা ভবানী মন্দিরের সামনে রাসের প্রদর্শনী স্টলে পুতনার এই মিনিয়েচার রাখা আছে।
প্রতি বছর রাস উৎসব উপলক্ষে মদন বাড়ির ভবানী মন্দিরের সামনে কোচবিহারের শিশু-কিশোর পড়ুয়াদের হাতে তৈরি নানা ধরণের শিল্পকর্ম যেমন, মন্দির, সৌধ, রাসচক্র, স্মৃতি সৌধ ইত্যাদির রেপ্লিকা অথবা মিনিয়েচার প্রদর্শনীর জন্য রাখা হয়। এবার সেখানে সকলের দৃষ্টি আকর্ষন করছে ছোট পুতনা। অনেকেই এই ছোট পুতনার ছবি ক্যামেরাবন্দী করছেন। তবে বড় পুতনাকে দেখে ভয়ে গুটিশুটি অনেক শিশু। আবার অনেকের মনে পুতনাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। শিশুদের কত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিভাবকদের।