আমুদরিয়া নিউজঃ আরও একটি উৎসবে গা ভাসাবেন কোচবিহারের মানুষ। আজ থেকে শুরু হচ্ছে প্রাণের ঠাকুর মদনমোহনের রাস উৎসব। বিভিন্ন পূজা পাঠ, যজ্ঞের পর এদিন রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করবেন কোচবিহারের জেলা শাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ কুমার মিনা। তারপর জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির।
রাস উপলক্ষে সাজানো হয়েছে মদনমোহন মন্দির। উৎসবের আবহ সমগ্র মন্দির জুড়ে। আলোক মালায় ভরে উঠেছে পুরো মন্দির। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা। মন্দিরের বাইরে রাস্তার দুই ধারে অনেক দোকান বসেছে। আগামী কাল রাসমেলার উদ্বোধন হবে। ১৫ দিনের এই রাসমেলা ঘিরে ক্রমশ উন্মাদনা বাড়ছে কোচবিহারে।