আমুদরিয়া নিউজঃ পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার। এদিন ভোট গ্রহন কেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান কিছু মানুষ। বুথে ঢুকতেও তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাকে ধাক্কা মারা হয়েছে এবং তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও তারা কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ।
বিভিন্ন বুথে দুই শো মিটার তো দূরের কথা কুড়ি মিটারের কম দূরত্বে প্রচুর মানুষ জমায়েত করছে, কিন্তু পুলিশ নির্বিকার থাকছে বলে অভিযোগ। এসমস্ত বিষয় নিয়ে বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন রাহুল লোহার। তাকে ঘিরে ধরে বিক্ষোভ ও বুথে ঢুকতে দেওয়ার ঘটনার পিছনে তৃণমূল নেতাদের হাত আছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।