আমুদরিয়া নিউজ : বলিউডের বহু চর্চিত মার্ডার সিনেমায় গান গেয়েছেন তিনি। তার কন্ঠে এই সিনেমার ‘ ভিগে ওট তেরে’ গানটি সাড়া ফেলে দিয়েছিল। গানটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মুম্বাইয়ের সেই জনপ্রিয় শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা এবার সঙ্গীতানুষ্ঠান করলেন কোচবিহারে।
রবিবার কোচবিহার কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। তার অনুষ্ঠান ঘিরে মাতল কোচবিহারের সঙ্গীত প্রেমীরা। কলেজের বর্তমান-প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ শ্রোতারা এদিন অনুষ্ঠান উপভোগ করতে করেন ।
কুনাল গাঞ্জাওয়ালার সঙ্গীতের মূর্ছনায় ভরে ওঠে কোচবিহার কলেজের প্রাঙ্গন। এদিনের অনুষ্ঠান দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হন কলেজ প্রাঙ্গনে।