সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ৪ জানুয়ারি: অপরাজিতা বিলকে আইনে পরিনত করার দাবিতে শনিবার আলিপুরদুয়ার শহরে মিছিল করলো আলিপুরদুয়ার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী দিপীকা রায়।
তিনি জানান মহিলাদের সুরক্ষায় সেপ্টেম্বর মাসের তিন তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় অপরাজিতা বিলটি পাশ করান। তারপর চার মাস কেটে গেলেও রাষ্ট্রপতি বিলটিতে সই করেননি। রাষ্ট্রপতি সই না করায় বিলটি আইনে পরিনত হচ্ছেনা তাদের দাবি রাষ্ট্রপতি বিলটিতে দ্রুত সই করুন। এই বিল আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতি দ্রুত সই না করলে আরো বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলেও তিনি জানান।