আমুদরিয়া নিউজ: সাধারণত ছোটখাট রোগ হলে অনেক সময়ে ছেলেমেয়েরা বাবা-মাকে জানায় না। কারণ, তাঁরা বেশি দুশ্চিন্তা করতে পারেন। কিন্তু, বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী তাঁর বাবা-মাকে না জানিয়ে স্তন ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার পরে তাঁর বাবা-মা অনুপম খেরের পোস্ট একটি ভিডিও বিষয়টি জানতে পারেন।
সম্প্রতি মুম্বইয়ের একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে মহিমা এ কথা জানিয়েছেন। মহিমা জানান, তাঁর মাথার চুল কেটে ফেলতে হয়েছিল। তিনি তখন বাবা-মাকে বলেছিলেন, চুল পড়ে যাচ্ছে তাই মাথা ন্যাড়া করতে চান। ফলে, তাঁরা তখন তা ধরতে পারেননি।