আমুদরিয়া নিউজ : দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর এপ্রিল মাসের চার তারিখ খুলতে চলেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মহুয়া চা বাগান। মঙ্গলবার শিলিগুড়িতে শ্রমিক ভবনে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। জানা গেছে পুরনো মালিক পক্ষই বাগান চালাবেন, মালিক পরিবর্তন হচ্ছেনা। বাগান খোলার আগের দিন অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ শ্রমিকদের বকেয়া মজুরি সহ দুহাজার চব্বিশ দুহাজার পচিশ অর্থবর্ষের বকেয়া পুজো বোনাস ও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। শতকরা ষোলো টাকা হারে বোনাস দেওয়া হবে। আট মাস পর ফের বাগান খুলতে চলেছে এই খবরে স্বাভাবিকভাবেই খুশীর হাওয়া বইছে বাগানের শ্রমিক মহল্লায়।
