আমুদরিয়া নিউজ : কুখ্যাত ডানকি রুট দিয়ে একজন ব্যক্তিকে অবৈধভাবে আমেরিকায় পাঠানোর অভিযোগে অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। প্রসঙ্গত ডানকি রুট দিয়ে অভিবাসীরা নথিপত্র ছাড়াই আমেরিকার মতো দেশে প্রবেশ করে। তাদের ঝুঁকিপূর্ণ ভ্রমণ সাধারণত একটি পাচারকারী চক্র দ্বারা পরিচালিত হয়।
