আমুদরিয়া নিউজ ডেস্কঃ বর্তমানে বলিউডের বিখ্যাত মডেল মালাইকা আরোরার বাবা অনিল আরোরা বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ১১ ই সেপ্টেম্বর বুধবার এমনই এক খবরে শোকের ছায়া নামে বলিউড ইন্ডাস্ট্রিতে । ঘটনাস্থলে সেরকম কোনো সুইসাইড নোট না পেলেও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। হঠাৎ এরকম ঘটনা কেন ঘটল তা স্পষ্ট নয়, শুধু জানা যাচ্ছে অনিল আরোরা অসুস্থ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অনিল আরোরা মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। জন্মসূত্রে তিনি ছিলেন সনাতন হিন্দু পরিবারের সন্তান, পরবর্তীতে বিবাহ করেন জয়েস পলিকার্পকে যিনি মালায়ালি ক্রিশ্চান ছিলেন। মালাইকা আরোরার বাবা ও মায়ের অনেক আগেই বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না বলে জানা যায়। যদিও সম্প্রতি মালাইকার বাবা-মা অনিল আরোরা ও জয়েস পলিকার্পকে একসঙ্গেই দেখা যেত। বর্তমানে তাঁরা একসাথে থাকতেন বলেই জানা গিয়েছে।
অন্যদিকে মালাইকার বাবা আত্মহত্যা করার কিছুক্ষণ পরই পুলিশ জয়েস পলিকার্প এর বক্তব্য রেকর্ড করেছেন। পুলিশের কাছে তিনি জবানবন্দিতে বলেছেন অনিল আরোরা রোজ সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন। তিনি পুলিশকে আরও বলেন যে, বুধবার সকালে বসার ঘরে প্রাক্তন স্বামীর জুতো দেখেন এবং তখনই তিনি তাঁকে বারান্দায় খুঁজতে আসেন। কিন্তু সেই মুহুর্তে তাঁকে দেখতে না পেয়ে বিল্ডিং এর নিচের দিকে তাকান। এবং দেখেন বিল্ডিং এর নিরাপত্তারক্ষীরা সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। জয়েস জানান, অনিল আরোরা অসুস্থ ছিলেন। তিনি মার্চেন্ট নেভি থেকে ভিআরেস নিয়েছিলেন। সম্প্রতি তিনি হাঁটুর ব্যাথায় ভুগছিলেন