আমুদরিয়া নিউজ ব্যুরো: সারা বিশ্বের ছোট দেশগুলি একজোট না হলে বড় মাপের এবং ধনী রাষ্ট্রগুলি যা ইচ্ছে তাই করে চলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানন্ত্রী লরেন্স ওয়াং। সে জন্য ছোট দেশগুলিকে জোট বাঁধতেই হবে তিনি মনে করেন।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা ছোট দেশগুলি জোট না বাঁধলে, বৃহৎ শক্তিগুলি আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার নীতিগুলিকে ক্ষুন্ন করতে পারে। তিনি এটাও জানান, বিশ্ব ছোট রাষ্ট্রের জন্য আরও বিপজ্জনক জায়গা হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ওং বলেন, বড় শক্তিগুলো আধিপত্য ও প্রভাব বিস্তারের জন্য অপেক্ষা করছে।