আমুদরিয়া নিউজ : বিভিন্ন মন্দিরে বিগ্রহের জন্য কৃত্রিম চুল সরবরাহ করেন মালেকা বেগমরা। সারা বছর নকল চুল তৈরি করেন। পুজোর সময় তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। চামরও তৈরি করেন তাঁরা। মালে্কা বেগম জানান, তাঁর বিয়ে হয়েছে প্রায় ৩১ বছর আগে। সেই সময় থেকেই ঠাকুরের জন্য চুল আর চামর বানানোর কাজ করেন।
তাঁর শ্বশুর, শাশুড়ি, স্বামী সকলেই যুক্ত সে কাজে। তাঁর ছেলে ও ছেলের বউও একসঙ্গে কাজ করেন। বারান্দার এক পাশে কাজ করে চলেছেন তার স্বামী ইব্রাহিম মল্লিক। তিনি জানান, জন্মাষ্টমীর জন্য গোপাল আর রাধারাণীর জন্য নকল চুলও তাঁরা তৈরি করে দিয়েছেন। তাঁদের কাজ সারা ভারতেই যায়। হাওড়া জেলার কুলাইয়ের বাসিন্দা সকলেই।
ওই গ্রামের বাসিন্দা প্রয়াত রুস্তম আলি ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তাঁর ছেলে শেখ মেহরাজ জানান, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশে দেবদেবীদের নকল চুল যায়। মুসলিম প্রধান এলাকাটিতে ৪৫০টি বাড়ি আছে।