আমুদরিয়া নিউজ : তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিনে চেনা ছন্দে দার্জিলিংয়ের রাস্তায় দেখা গেল তাকে। পাহাড়ের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কথা বললেন ও সৌজন্য বিনিময় করলেন পর্যটকদের সঙ্গেও। একই সঙ্গে পথে দেখা হওয়া ছোট শিশুদের আদর করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শিশুদের হাতে চকলেট তুলে দেন তিনি। এদিন সকালে দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে বেরিয়ে অনেকটা পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। দীর্ঘ ১১ মাস পরে ফের পাহাড় সফরে আসলেন তিনি।
প্রতি বারের মতো এবারও চেনা পরিচিত ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।