আমুদরিয়া নিউজ : বছরের শেষে আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের কার কত সম্পদ সেই তালিকা প্রকাশ করেছে একটি বেসরকারি সংস্থা।
তারা সমীক্ষা করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা।
মমতার পর আরেক গরিব মুখ্যমন্ত্রী হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা।
দেশের আর সবচেয়ে ধনী হলেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকারও বেশি। অরুণাচল প্রদেশের পেমা খান্ডু ৩৩২ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে। তিনি তালিকায় দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী। ৫১ কোটি টাকারও বেশি সম্পত্তি। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউ রিওর সম্পদের পরিমাণ ৪৬ কোটি টাকা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সম্পদ ৪২ কোটি টাকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সম্পদ ২৫ কোটি টাকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের সম্পদ ১৩ কোটি টাকার।