আমুদরিয়া নিউজ : ছেলের কীর্তি হাতেনাতে ধরে ফেললেন বাবা। তারপরেই ঠাস ঠাস চড়, লাঠি দিয়ে উত্তম মধ্যম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। কিন্তু কেন? ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে কালো রঙের শাড়ি পরে এক তরুণী নাচ করছেন। মঞ্চের চারপাশে বহু দর্শক তারিয়ে তারিয়ে সেই নাচ উপভোগ করেছিলেন। আচমকা ওই কিশোর মঞ্চের সামনে এসে টাকার বান্ডিল হাতে তুলে দিয়ে তরুণীর সঙ্গে নাচতে শুরু করে। দৃশ্যটি দেখেই দর্শকদের ভিড়ের মধ্যে থেকে লাঠি হাতে তেড়ে আসেন ওই কিশোরের বাবা। খপ করে ধরে ফেলেন ছেলেকে। মঞ্চের মধ্যে ছেলেকে বেধড়ক মারধর শুরু করেন। কি বলবেন!
