আমুদরিয়া নিউজ : ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে বিজয় মিছিলে গিয়ে শহিদ হন বিক্রয়কর্মী আবদুল কাদির মানিক (৪৩)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পূর্ব মানিকরাজ গ্রামের বাইনের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। গুলিতে মানিকের মাথার একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শহিদ মানিকের পরিবার। ফরিদগঞ্জ চান্দ্রা সড়কের পাশে শহিদ মানিকদের গ্রাম। আধা-পাকা সড়ক দিয়ে যেতে হয় তার বাড়িতে। মানিক ছিলেন পেশায় একজন সেলসম্যান। তাঁর উপার্জনেই সংসার চলত।মানিকের স্ত্রী রাহিমা আক্তার জানান, সরকারি সহয়োগিতা না পেলে তাঁরা বাঁচতে পারবেন না।