আমুদরিয়া নিউজ : মালদহে ফের বড় মাপের ভাঙন শুরু হয়েছে মানিকচক এলাকায়। গঙ্গার ভাঙনে মানিকচকের ভূতনি, রতুয়া, মহানন্দাটোলা এলাকায় প্রচুর ক্ষতি হচ্ছে। রোজই জমি চলে যাচ্ছে গঙ্গার গর্ভে। চাষের জমি তলিয়ে গিয়েছে। অন্তত শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম।