আমুদরিয়া নিউজ : মাঘী পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে কোচবিহার জেলার ঐতিহ্যবাহী স্নান মেলা, যা পলিকা মেলা নামে প্রসিদ্ধ। এ বছর এই মেলা ৭২ বছরে পা দিল। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার অন্তর্গত পলিকা গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়। সোমবার মাঘী পূর্ণিমা তিথিতে এখানকার স্থাপিত মন্দিরে মা কালীর পুজো হবে। তারপর ভোর থেকে শুরু হবে পুণ্য স্নান। এখানে পুজো দিলে ভক্তদের মনস্কামনা পূরণ হয় বলে স্থানীয়রা মানেন। তাই দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী এই কালী পুজো দিতে এবং পুণ্য স্নান করতে এখানে ভিড় জমান। এই পুজো ও পুণ্য স্নানকে কেন্দ্র করে বিশাল মেলা বসে।
মঙ্গলবার দুপুরের পর থেকে বহু পুণ্যার্থীর সমাগম শুরু হয়েছে এই মেলায়। মঙ্গলবার সন্ধ্যায় এই মনস্কামনা কালীপুজো ও ঐতিহ্যবাহী পলিকা মেলার উদ্বোধন করেন কোচবিহার এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জন প্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলা কমিটির অন্যান্য উদ্যোক্তারা।